রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
ঢাকা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি প্রতিষ্ঠান রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা’র সাবেক-বর্তমান শিক্ষার্থীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন ‘আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদ’ এর ২০২২-২৪ সেশনের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা পীরে ত্বরীকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নক্বশেবন্দী মুজাদ্দেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আড়াইহাজারী, অধ্যক্ষ, রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, অধ্যাপক আব্দুল অদুদ, সাবেক ডিন, আর্টস ফ্যাকাল্টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খাজা মাহবুবুর রহমান, আব্দুর রহমান মুন্সি, হযরত মাওলানা মেছবাহ উদ্দিন আশরাফী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, অ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী, ফরহাদ ইসলাম, জনাব আলী আকবর, মো. হাবিবুর রহমান ভুঁইয়া ও সৈয়দ ফিরোজসহ আরো উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ এবং রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এ জাঁকজমকপূর্ণ আয়োজন সম্পন্ন হয়।