০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ন্ত্রণে ভেড়ামারা রেলস্টেশনে পোড়াদহ রেল থানা পুলিশের মহড়া

প্রতিনিধির নাম
গতকাল রোববার কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টশন প্লাটফরম ও স্টেশন সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মহড়া পরিচালনা করেছেন রেলওয়ে পুলিশের পোড়াদহ থানা। স্টেশনে মলম পার্টি৷ অজ্ঞান পার্টির দৌরাত্ম রোধ এবং ইভটিজিং ও কিশোর গ্যাং এর উৎপাত নির্মূল করতে পোড়াদহ রেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুর আলী’র দিক-নির্দেশনায় সকাল থেকেই স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নেন এস আই সৌমেন দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স । তারা জনসাধারণকে দিনভর নিরাপত্তা বিষযক বহুবিধ বিষয়ে সচেতন ও সতর্ক করেন। পুলিশ যাত্রী সাধারন ও জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণে সংকল্পবদ্ধ বলে জানান। যে কোন ধরনের অপরাধ সংঘটিত হলে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করার অনুরোধ করে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ভেড়ামারা রেলস্টেশনের স্টেশন মাষ্টার জয়নাল আবেদিন, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সমাজসেবক সোলায়মান চিশতী, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রতি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত মাত্রাতিরিক্ত পর্যায়ে পোঁছালে স্থানীয় সাংবাদিকগণ বিষয়টিতে আলোকপাত করে সংবাদ প্রকাশের সাথে সাথে রেলওয়ে থানা পুলিশের গৃহীত ত্বরিত পদক্ষেপকে এলাকাবাসী ইতিবাচক দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণ করছেন এবং উক্ত তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে, ভেড়ামারা রেলস্টেশনে যাত্রী সাধারনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এরুপ অভিযান চলমান থাকবে। সেই সাথে মাদক, ছিনতাই, মলম পার্টি, পাথর নিক্ষেপ প্রভৃতি ধ্বংসাত্মক কর্মকান্ড ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি ব্যাক্ত করা হয় সমাবেশে।।
ট্যাগস :