ঈদগাঁওতে ব্রিটিশের নির্মিত জরার্জীণ ‘কালা কৌটা’র বেহাল দশা

কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওতে দীর্ঘকালের ঐতিহ্য বাহী একটি নাম কালা কৌটা। এটি ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী এলাকায় অবস্থিত।
ওয়াপদা এলাকার পুরনো ও ঐতিহ্যময় কালাকৌটা নামে পরিত্যাক্ত ও জরাজীর্ণ একটি কক্ষ রয়েছে। স্থানীয় মুরব্বীরা জানান, দীর্ঘ বহু বছর পূর্বে ঈদগাঁওর মাছুয়াখালীতে তৎকালীন সময়ে ওয়াপদার লোকজনের একটি অফিস ছিল। কিন্তু ঐ ওয়াপদা অফিসের লোক জন মাছুয়াখালী থেকে চলে যাওয়ার পর দীর্ঘবহু বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নেই কোন সংস্কারের উদ্যোগ।
উক্ত পরিত্যাক্ত অফিসটির চারপাশ ঘিরে জীন বটগাছ ফুটে এটিকে ঘিরে রেখেছে। কত না চমৎকার গাছের কারুকাজ। দৃষ্টিনন্দন বটে।এই দীর্ঘবছরের পুরানো ঐতিহ্যকে সংরক্ষন করার আহবান এলাকা বাসীর।
স্থানীয় সচেতন যুবক জামিল উদ্দিন জানান, ব্রিটিশের নির্মিত জরা জীর্ণ কালা কৌটা নামের এ অফিসটি বর্তমানে বেহাল দশা। দেখার কেউ নেই।বর্তমানে অপরাধীদের আড্ডাখানায় পরিণত বললে চলে।