ঈদগাঁওতে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্বসহ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি : সচেতনতা জরুরী

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে মাস্ক ব্যবহার,সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। সচেতনতা জরুরী বলে মনে করেন অনেকে। এসব মেনে চলার নির্দেশনা থাকলেও তা কর্ণপাত করা হচ্ছেনা। ঈদগাঁও বাজারসহ উপবাজারে প্রচার-প্রচারনা চালালে হয়তো লোকজন মাস্ক ব্যবহারের প্রতি ঝুঁকতো।
১৭ জানুয়ারী সকালে ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিন মাথা,শাপলা চত্তর,স্কুল গেইট,পুরাতন পুলিশ বিট,ষ্টেশন,পশ্চিম গলি,বাঁশঘাটা পয়েন্ট এবং ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও ইউনিয়নের পাড়ামহল্লাও উপবাজার সমুহে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেনা, সামাজিক দুরত্বও মানছেনা।
যানবাহন বসাকালীন সময়েও মাস্ক ব্যবহার করেনা। হোটেল রেস্তোরা-কুলিং কর্ণারে আড্ডাতে মুখে মাস্কের কদর তেমন চোখে পড়েনা। কিছু কিছু লোকজনকেও স্বাস্থ্যবিধিসহ মাস্ক ব্যবহার করতে দেখা যায়।
এতকিছুর পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানছেনা সাধারণ লোকজন। বাজারে ভীড় যেন চোখে পড়ার মত। মাস্ক ব্যবহারতো দূরের কথা স্বাস্থ্যবিধিও মানছেনা অনেকে। ভাইরাসে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা জরুরী বলে মনে করেছেন সচেতন মহল।
ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি রেহেনা নোমান কাজল জানান, বর্তমান সময়ে মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকতার জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন লোকজন।