০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ঈদগাঁওর হাজীরকুম সড়কের বেহাল দশা : দেখার কেউ নেই

প্রতিনিধির নাম

ঈদগাঁও উপজেলার হাজীরকুম সড়কের বেহাল  দশা। জনদূভোগ চরমে। মেহেরঘোনা হয়ে মাইজপাড়া যাতায়াতের সড়কটি ভেঙ্গে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এসব যেন দেখার কেউ নেই।

জানা যায়, ঈদগাঁওর মাইজ পাড়ার বিকল্প সড়ক হিসেবে পথচারীরা বেচে নিল হাজীরকুম সড়কটি। কিন্তু সেটিও ভেঙ্গে গিয়ে মরণ দশায় ভোগতে হচ্ছে লোকজনকে। এদিকে ঈদগাঁওসহ বিভিন্ন গ্রামীন জনপদের লোকজন সহজে প্রয়োজনীয় কাজকর্মে অল্প সময়ের ব্যবধানে মহাসড়কে আসার লক্ষে বা বাজার এলাকা হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থের অপচয় কম হওয়ার সুবিধার্থে এই সড়কটি ব্যবহার করছে।

বর্তমানে উক্ত সড়ক দিয়ে একাধিক ডাম্পার যোগে প্রতিনিয়ত মাটি নেওয়ার কারনে চলাচল সড়কটি ভেঙ্গে গিয়ে জনদূভোগ চরমে উঠেছে। পূর্বে যে সড়ক ছিল, সেটিও মাটি সরে গিয়ে ভেঙ্গে যাচ্ছে। এছাড়াও সড়কের মাঝ অংশে বড় গর্তের সৃষ্টি হয়। এমনকি হাজীরকুম সকড়টি পূর্বের ন্যায় আর ভাল নেই। যার ফলে হতাশ হয়ে পড়েন চলাচলরত সাধারন মানুষ।

কজন পথচারী জানান, দীর্ঘসময় ধরে ফসলী জমি থেকে ডাম্পার যোগে মাটি নেওয়ার ফলে বর্তমান সড়কটির এহেন অবস্থা। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সড়কের স্মৃতিচিহৃও থাকবেনা হয়তো। দ্রুত সময়ে সড়কটি রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টিও কামনা করেন।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপডেট : ০৩:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
১১৭ বার পড়া হয়েছে

ঈদগাঁওর হাজীরকুম সড়কের বেহাল দশা : দেখার কেউ নেই

আপডেট : ০৩:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

ঈদগাঁও উপজেলার হাজীরকুম সড়কের বেহাল  দশা। জনদূভোগ চরমে। মেহেরঘোনা হয়ে মাইজপাড়া যাতায়াতের সড়কটি ভেঙ্গে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এসব যেন দেখার কেউ নেই।

জানা যায়, ঈদগাঁওর মাইজ পাড়ার বিকল্প সড়ক হিসেবে পথচারীরা বেচে নিল হাজীরকুম সড়কটি। কিন্তু সেটিও ভেঙ্গে গিয়ে মরণ দশায় ভোগতে হচ্ছে লোকজনকে। এদিকে ঈদগাঁওসহ বিভিন্ন গ্রামীন জনপদের লোকজন সহজে প্রয়োজনীয় কাজকর্মে অল্প সময়ের ব্যবধানে মহাসড়কে আসার লক্ষে বা বাজার এলাকা হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থের অপচয় কম হওয়ার সুবিধার্থে এই সড়কটি ব্যবহার করছে।

বর্তমানে উক্ত সড়ক দিয়ে একাধিক ডাম্পার যোগে প্রতিনিয়ত মাটি নেওয়ার কারনে চলাচল সড়কটি ভেঙ্গে গিয়ে জনদূভোগ চরমে উঠেছে। পূর্বে যে সড়ক ছিল, সেটিও মাটি সরে গিয়ে ভেঙ্গে যাচ্ছে। এছাড়াও সড়কের মাঝ অংশে বড় গর্তের সৃষ্টি হয়। এমনকি হাজীরকুম সকড়টি পূর্বের ন্যায় আর ভাল নেই। যার ফলে হতাশ হয়ে পড়েন চলাচলরত সাধারন মানুষ।

কজন পথচারী জানান, দীর্ঘসময় ধরে ফসলী জমি থেকে ডাম্পার যোগে মাটি নেওয়ার ফলে বর্তমান সড়কটির এহেন অবস্থা। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সড়কের স্মৃতিচিহৃও থাকবেনা হয়তো। দ্রুত সময়ে সড়কটি রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টিও কামনা করেন।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।