ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ব্রীজের পাশে বড় গর্ত : দূর্ঘটনার আশংকা

পাহাড়ী আঁকাবাঁকা কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালার ভাঙনটি বর্তমানে অভিভাবকহীন অবস্থায় রয়েছে। যেকোন মুর্হুতে দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন পথচারীরা। কবে ঘুম ভাঙ্গবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সচেতন মহলের মাঝে।
জানা যায়, সড়কে পানেরছড়া পুর্বপাশে ব্রিজের পাশে বড় গর্তের কারণে বিভিন্ন যাত্রী সাধারণ ও পণ্যবাহী গাড়ি চলাচল করতে ঝুঁকিপূর্ণ মনে করছে চালকরা। এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও হরেক রকমের পণ্য নিয়ে যানবাহন চলাচল করে থাকে। সিএনজি,জীপ,ডাম্পার,মিনিবাস,কভা
কজন সিএনজি যাত্রীর সাথে কথা হলে তারা জানান, ব্রীজের একপাশে গর্ভটি বড় হয়ে যাচ্ছে। দিনের চেয়ে রাত্রীকালীন সময়ে গাড়ী চালানোর সময় যেকোন মুর্হুতে গর্তে পড়ে বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। এর থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্বান্ত নেয়া অতীব জরুরী বলে মনে করেন।
প্রত্যাক্ষদর্শী ইমরান জানান, ঈদগাঁও- ঈদগড় সড়কের পানের ব্রীজের একপাশে ভাঙ্গনকৃত বড় গর্তটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোন সময় দূর্ঘটনায় হতাহত হওয়ায় আশংকা প্রকাশ করেন তিনি।