উপকারভোগীর উচ্ছ্বাস আর তৃপ্ত হাসি-ই আমাদের কাজের প্রেরণা-খুলনা ডিবি পুলিশ

খুলনা জেলার বটিয়াঘাটা থানা নিবাসী জনৈক মোঃ আল-আমিন সর্দার তার নম্বরে গত ৩০/০১/২২ খ্রিঃ তারিখ বিকাশে =৩০,০০০/টাকা সেন্ড করতে গিয়ে একটি ডিজিট ভুল করলে উক্ত টাকা অন্য নম্বরে চলে যায়। এ বিষয়ে তিনি বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা বিষয়টি অবগত হওয়ার পর মাননীয় পুলিশ সুপার, খুলনা মহোদয়ের নির্দেশক্রমে এই বিষয়ে কাজ শুরু করে। সাইবার টিমের ঐকান্তিক প্রচেষ্টা এবং তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুদূর উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারী থানা এলাকা থেকে =৩০,০০০/ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী আল-আমিন সর্দার কে ফেরত প্রদান করা হয়। আল-আমিন সর্দার টাকা পেয়ে উচ্ছ্বাসিত হয় এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।আর্থিক বিষয় লেনদেনে সর্বসাধারণকে সতর্কতা অবলম্বন করতে হবে।খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছে। ফেসবুক , ফেসবুক মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সংক্রান্ত যে কোন অপরাধের অভিযোগ আমাদের নির্ধারিত সরকারি মোবাইলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।