০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সাফল্যের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী, জেলা প্রতিনিধি রাজবাড়ী
এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সাফল্যের লক্ষ্যে গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপি নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডঃ মোঃ আসলাম মিয়া, এ্যাডঃ কামরুল ইসলাম, বিএনপি নেতা হারুন অর রশিদ হারুন, গোলাম শওকত সিরাজ, এ্যাড লিয়াকত আলী বাবু,রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী ৩ অক্টোবর রোড মার্চ সফল করতে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। এবং গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চ শুরু হয়ে ফরিদপুর, শরীয়তপুর, মাদরীপুর এবং গোপালগঞ্জে গিয়ে শেষ হওয়ার কথা জানান। প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
ট্যাগস :