মাথাটা কেমন ঝিমঝিম করছে, প্রেশার বাড়ল নাকি! তবে কি উচ্চ রক্তচাপ? উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোকসহ নানা কিছু হতে পারে। তাই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের উপসর্গগুলো সম্পর্কে ধারণা রাখা জরুরি। একনজরে দেখে নিন উচ্চ রক্তচাপের উপসর্গ কী কী?