০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

এরপর আমি আর বিরতি দিতে চাই না

প্রতিনিধির নাম

কয়েক বছর আগেও সংগীতাঙ্গনে ভীষণ ব্যস্ত সময় পার করতেন আরফিন রুমী। অডিও, চলচ্চিত্রের গান এবং স্টেজ শোতে ছিলেন তাঁর সময়ের ব্যস্ত একজন। ব্যক্তিগত কারণে হঠাৎ করেই গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনে অনিয়মিত আরফিন রুমী আবার গানে নিয়মিত হচ্ছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘তুই আর আমি’ গানটি। টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই গানের কথা–সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস। এই গান প্রকাশের পর তাঁকে ঘিরে আলোচনায় বোঝা গেছে, তাঁর জনপ্রিয়তায় আগের মতোই আছে। কথা প্রসঙ্গে আরও নানা পরিকল্পনার কথা জানালেন এই গায়ক ও সংগীত পরিচালক

 

 

বিজ্ঞাপন

আরফিন রুমী

আরফিন রুমী

কিন্তু সময় তো অনেক বদলে গেছে। এই সময়ে আপনি আগের সেই স্টাইল নিয়ে ফিরবেন নাকি নতুনরূপে?

যেহেতু এবার আমি কোম্পানির কাজই করছি, তাই তারা যেভাবে চাইছে, সেভাবেই কিছু গান তৈরি করছি। কারণ, ব্যবসাটাও তো করতে হবে। তারা ব্যবসাও ভালো বোঝে। সবারই এখানে রুটি–রুজি জড়িত। তাই দীর্ঘ বিরতির পর শুরুতে আমি যেসব গানের জন্য আরফিন রুমী হয়েছি, সেই ঘরানার গানই কোম্পানি চেয়েছে। তবে আমার স্টাইলের বাইরে অন্য ধরনের গান করলেও যে শ্রোতারা গ্রহণ করবেন, সে ক্ষেত্রে তাপস ভাই আমাকে বেশ হেল্প করেছেন এবং সাহসও তৈরি করে দিয়েছেন।

আরফিন রুমী

আরফিন রুমী

কেমন সেটা?

‘তুই আর আমি’ যে ধাঁচের গান, এ রকম গানে আমাকে দেখা যায়নি। আমাকে সাধারণত ঢোল–তবলার গানে বেশি পাওয়া যেত। ঢোল–তবলার বাইরেরও একটা ভালো গান যে করা যায়, আরফিন রুমীর সেই কনফিডেন্স তাপস ভাই এনে দিয়েছেন। মানে, তুমি চাইলে এ রকম গানও করতে পারো। তাই এ রকম একটা গানের জন্য তাপস ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গানটি তাপস ভাইয়েরই গাওয়ার কথা ছিল। গানটি তিনি সযত্নে রেখেছিলেনও। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তাঁর প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন।

আরফিন রুমী

আরফিন রুমী

এখন তো অনেকে নাটকের গান তৈরিতেও ব্যস্ত…

গত বছরের শেষ দিকে আমিও একটি নাটকের গান করেছিলাম। ভালো বাজেট এবং ভালো গল্পের নাটক পেলে সেই মাধ্যমেও কাজ করতে চাই।

আপনি চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও করতেন।

চলচ্চিত্রের কোনো প্রস্তাব এখনো পর্যন্ত পাইনি। পেলে অবশ্যই করব। চলচ্চিত্র অন্য রকম একটা আনন্দের মাধ্যম।

আরফিন রুমী

আরফিন রুমী

দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিলেন আফসোস…

আমি নিজেকে যে রকমভাবে তৈরি করতে চেয়েছি, যেভাবে দেখতে চেয়েছি, এই সময়টা আমাকে সেভাবে তৈরি হতে সুযোগ করে দিয়েছে। যা আমার পরের গানগুলো প্রকাশের পর শ্রোতারা টের পাবেন।

ট্যাগস :
আপডেট : ১১:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
১৮১ বার পড়া হয়েছে

এরপর আমি আর বিরতি দিতে চাই না

আপডেট : ১১:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

কয়েক বছর আগেও সংগীতাঙ্গনে ভীষণ ব্যস্ত সময় পার করতেন আরফিন রুমী। অডিও, চলচ্চিত্রের গান এবং স্টেজ শোতে ছিলেন তাঁর সময়ের ব্যস্ত একজন। ব্যক্তিগত কারণে হঠাৎ করেই গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনে অনিয়মিত আরফিন রুমী আবার গানে নিয়মিত হচ্ছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘তুই আর আমি’ গানটি। টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই গানের কথা–সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস। এই গান প্রকাশের পর তাঁকে ঘিরে আলোচনায় বোঝা গেছে, তাঁর জনপ্রিয়তায় আগের মতোই আছে। কথা প্রসঙ্গে আরও নানা পরিকল্পনার কথা জানালেন এই গায়ক ও সংগীত পরিচালক

 

 

বিজ্ঞাপন

আরফিন রুমী

আরফিন রুমী

কিন্তু সময় তো অনেক বদলে গেছে। এই সময়ে আপনি আগের সেই স্টাইল নিয়ে ফিরবেন নাকি নতুনরূপে?

যেহেতু এবার আমি কোম্পানির কাজই করছি, তাই তারা যেভাবে চাইছে, সেভাবেই কিছু গান তৈরি করছি। কারণ, ব্যবসাটাও তো করতে হবে। তারা ব্যবসাও ভালো বোঝে। সবারই এখানে রুটি–রুজি জড়িত। তাই দীর্ঘ বিরতির পর শুরুতে আমি যেসব গানের জন্য আরফিন রুমী হয়েছি, সেই ঘরানার গানই কোম্পানি চেয়েছে। তবে আমার স্টাইলের বাইরে অন্য ধরনের গান করলেও যে শ্রোতারা গ্রহণ করবেন, সে ক্ষেত্রে তাপস ভাই আমাকে বেশ হেল্প করেছেন এবং সাহসও তৈরি করে দিয়েছেন।

আরফিন রুমী

আরফিন রুমী

কেমন সেটা?

‘তুই আর আমি’ যে ধাঁচের গান, এ রকম গানে আমাকে দেখা যায়নি। আমাকে সাধারণত ঢোল–তবলার গানে বেশি পাওয়া যেত। ঢোল–তবলার বাইরেরও একটা ভালো গান যে করা যায়, আরফিন রুমীর সেই কনফিডেন্স তাপস ভাই এনে দিয়েছেন। মানে, তুমি চাইলে এ রকম গানও করতে পারো। তাই এ রকম একটা গানের জন্য তাপস ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গানটি তাপস ভাইয়েরই গাওয়ার কথা ছিল। গানটি তিনি সযত্নে রেখেছিলেনও। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তাঁর প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন।

আরফিন রুমী

আরফিন রুমী

এখন তো অনেকে নাটকের গান তৈরিতেও ব্যস্ত…

গত বছরের শেষ দিকে আমিও একটি নাটকের গান করেছিলাম। ভালো বাজেট এবং ভালো গল্পের নাটক পেলে সেই মাধ্যমেও কাজ করতে চাই।

আপনি চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও করতেন।

চলচ্চিত্রের কোনো প্রস্তাব এখনো পর্যন্ত পাইনি। পেলে অবশ্যই করব। চলচ্চিত্র অন্য রকম একটা আনন্দের মাধ্যম।

আরফিন রুমী

আরফিন রুমী

দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিলেন আফসোস…

আমি নিজেকে যে রকমভাবে তৈরি করতে চেয়েছি, যেভাবে দেখতে চেয়েছি, এই সময়টা আমাকে সেভাবে তৈরি হতে সুযোগ করে দিয়েছে। যা আমার পরের গানগুলো প্রকাশের পর শ্রোতারা টের পাবেন।