০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
কুষ্টিয়ার দৌলতপুরে নদীর পাড় কেটে বালু উত্তোলনকারী বালুদস্যু উজ্জল সর্দার

প্রতিনিধির নাম
নদীর পাড় কেটে বালু উত্তোলনকারী বালুদস্যু উজ্জল সর্দার নিজেই নদী রক্ষার মানববন্ধনে। এই দৃশ্য দেখে এক পথচারী বললেন, নকল মালের গায়ে লেখা নকল হইতে সাবধান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নের কোলদিয়াড়,ভুরকাপাড়া, হাটখুলা নদী ভাঙ্গনরোধে মানববন্ধন হয়। সেখানে উজ্জল সর্দার বলেন, নদীর ভাঙন রোধে সরকার বিরোধী কর্মসূচি দেওয়া হবে। প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় নদী ভাঙন হচ্ছে বলে তিনি জোর গলায় দাবী করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় লালচাঁদ বাহিনীর সুপ্রীম কমান্ডের দায়িত্বে ছিলেন বিএনপি ক্যাডার উজ্জল সর্দার। ১০ বছর বিদেশে পালিয়ে থেকে আবার দেশে ফিরে আওয়ামীলীগের ঘাড়ে ভর করে চালাচ্ছে নদীর পাড় কেটে বালিদস্যুতা।
তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই লালচাঁদ-পান্না বাহিনীর অস্ত্র ভান্ডারের সন্ধান মিলবে বলে এলাকাবাসী জানায়।।
ট্যাগস :