১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা চালু রাখায় ৬ ভাটাকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
পার্বত্য খাগড়াছড়িতে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটের ভাটা চালু রাখায় ৬ভাটা মালিককে ৩লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি মেজিষ্ট্রেট
১৬ ফেব্রুয়ারি বুধবার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট তৃলা দেব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত রামগড় পৌরসভা এলাকায় অবস্থিত নুরজাহান ব্রিকসের মালিক মোঃ আব্দুল মান্নান, নুরুল ইসলাম ব্রিকসের নুরুল ইসলাম পাটোয়ারী ও হাজেরা ব্রিকসের মালিক হাফেজ আহমদ ভুইয়া এবং মাটিরাঙ্গা পৌরসভাস্থ্য আদর্শ গ্রাম নামক স্থানে ৩টি ইটভাটা, HNJ ব্রিকস, BRS ও 666 ব্রিকসকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করা, লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করায় ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩’র ৪,৫,৬ ধারা লঙ্ঘনের দায়ে নূরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস, হাজেরা ব্রিকসকে ১ লক্ষ টাকা করে তিন মালিককে ৩ লক্ষ টাকা ও HNJ ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলে জানান,
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত ও তৃলা দেব।
প্রসঙ্গতঃ মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি জেলার লাইসেন্সবিহীন সকল ইটের ভাটায় লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ট্যাগস :