০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গজারিয়া সন্ত্রাস ও মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর

প্রতিনিধির নাম
মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারী ও দূর্নীতি বাজদের ঠাই নেই বলে হুসিয়ার বার্তা দিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ বার্তা দেন। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনগনের উদ্দেশ্যে বলেন, থানা কোন অপরাধীর আশ্রয়স্থল নয়। আপনাদের উপর অন্যায় হচ্ছে থানায় আসুন সরাসরি আমাকে বলুন, কোন দালাল ধরার প্রয়োজন নেই। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আগে কি ভাবে থানা চলেছে আমার জানা নেই। তবে আমি যতদিন আছি ততদিন থানায় জিডি, অভিযোগ কিংবা মামলা করতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই। থানার কোনো অফিসার টাকা চাইলে সরাসরি আমাকে জানান, আমি ব্যবস্থা নিব।
থানার দালালদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন অপরাধীর পক্ষে থানায় দালালি করতে আসলে ফিরে যেতে পারবেন না। জেলের ভাত খাওয়াবো। সকল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারী ও দূর্নীতিবাজদের উদ্দেশ্য তিনি বলেন, সবাই ভাল হয়ে যান, আমার হাতে পড়লে হায়, হুতাস করতে হবে।
ট্যাগস :