গাইবান্ধা প্রতিনিধি
- রবিবার ২১ মে, ২০২৩ /

গাইবান্ধার সাদুল্লাপুরে পাথরবোঝাই ট্রাক্টর উল্টে কামরুজ্জামান (২২) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (২১ মে) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কামরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম জানান, বিকেলে জামুডাঙ্গার জাল্লাদুর মোড় থেকে একটি ট্রাক্টর পাথর নিয়ে দক্ষিণ হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ট্রাক্টরটি হাটবামুনি গ্রামে
পোঁছালে উল্টে একটি পুকুড়ে পড়ে যায়। এসময় চালক কামরুজ্জামান গাড়ীর নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ নিহত কামরুলের লাশ উদ্ধার করে।
Related