০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার মৃত্যু হচ্ছে

প্রতিনিধির নাম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার মৃত্যু হচ্ছে। আট ঘণ্টার ব্যবধানে আরও দুটি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার, ২৯ জানুয়ারি পার্কে দুটি জেব্রা অসুস্থ হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একটি মাদি জ্রেবার মৃত্যু হয়। অসুস্থ অপর জেব্রাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে একটি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞদল। এছাড়া শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর জেব্রার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে জেব্রা পালের দুটি মাদি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। অপর অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছিল। সন্ধ্যা ৬টার পড়ে অসুস্থ ওই জেব্রাটিরও মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে পৃথক সময়ে ৯টি জেব্রা মৃত্যু হয়। মৃত জেব্রাগুলোর নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়। পরবর্তীতে ২৫ জনিুয়ারি বিশেষজ্ঞ দল সংবাদ সম্মেলনের মাধ্যমে জেব্রা মৃত্যুর কারণ ব্যাখ্যা করেন। বিশেষজ্ঞরা চারটি জেব্রা নিজেদের মধ্যে মারামারি করে এবং পাঁচটি জেব্রা ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবি করেন। এর আগে সাফারি পার্কে ৩১টি জেব্রা ছিল। ১১টি জেব্রার মৃত্যু হওয়ায় এখন সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।

ট্যাগস :
আপডেট : ০৬:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
১০৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার মৃত্যু হচ্ছে

আপডেট : ০৬:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার মৃত্যু হচ্ছে। আট ঘণ্টার ব্যবধানে আরও দুটি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার, ২৯ জানুয়ারি পার্কে দুটি জেব্রা অসুস্থ হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একটি মাদি জ্রেবার মৃত্যু হয়। অসুস্থ অপর জেব্রাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে একটি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞদল। এছাড়া শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর জেব্রার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে জেব্রা পালের দুটি মাদি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। অপর অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছিল। সন্ধ্যা ৬টার পড়ে অসুস্থ ওই জেব্রাটিরও মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে পৃথক সময়ে ৯টি জেব্রা মৃত্যু হয়। মৃত জেব্রাগুলোর নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়। পরবর্তীতে ২৫ জনিুয়ারি বিশেষজ্ঞ দল সংবাদ সম্মেলনের মাধ্যমে জেব্রা মৃত্যুর কারণ ব্যাখ্যা করেন। বিশেষজ্ঞরা চারটি জেব্রা নিজেদের মধ্যে মারামারি করে এবং পাঁচটি জেব্রা ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবি করেন। এর আগে সাফারি পার্কে ৩১টি জেব্রা ছিল। ১১টি জেব্রার মৃত্যু হওয়ায় এখন সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।