০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২জুলাই

তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে আগামী ২২জুলাই থেকে। প্রথম মেরিট লিস্টের ভর্তি চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। শুক্রবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত ২০-২৭ জুন গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রথম মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে ভর্তি কমিটির মিটিং হয়েছে। ২২ থেকে ২৫ জুলাই প্রথম মেরিটের ভর্তি নেয়া হবে। এর আগেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়ে আমারা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা প্রথমে মেরিট অনুযায়ী ফলাফল প্রকাশ করবো। তারপর দ্বিতীয় মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেওয়ার পরেই ক্লাস শুরু করবো। এবার সবকিছু কেন্দ্রীয় ভাবে হবে তাই আশা করি আসন ফাঁকা থাকবে না।
ট্যাগস :