ঘুমধুমে ডাম্পার-টমটমের সংঘর্ষে টমটমের চালক নিহত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া সড়কে ডাম্পার-টমটমের সংঘর্ষে টমটমের চালক নিহত হয়েছে।
বুধবার(০৯ ফেব্রুয়ারি ২২) সকাল ১১টায় কচুবনিয়া-রেজু-আমতলী সড়কের পুলিশ তদন্ত ফাঁড়ির অদূরে বড়ুয়া পাড়া নামক এলাকায় ডাম্পার -টমটমের সংঘর্ষে টমটমের চালক স্থানীয় বড়ুয়া পাড়ার সেনদা বড়ুয়ার ছেলে আর্দশ বড়ুয়া(৩০) ঘটনাস্থলে মারা যায়।খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ডাম্পার গাড়ির চালক পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকে অভিযান চালাচ্ছে বলে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃসোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে লাইসেন্সবিহীন ডাম্পারটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
স্থানীয়সূত্রে জানা যায়,লাইসেন্সবিহীন ডাম্পার চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইন চার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরও বলেন,লাশ থানায় পৌঁছতে ঘন্টা খানেক সময় লাগবে। অভিযোগের সূত্র ধরে ব্যবস্থা নেয়া হবে।