সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী তারুণ্যের সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন প্ল্যান্ট টিস্যু কালচারের উপর হাতে কলমে প্রশিক্ষণ মহিপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল”নওগাঁয় ওবায়দুল কাদের ভূরুঙ্গামারীতে  তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে আটক১  কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা- ঠাকুরগাঁও সুগার মিলস্ বিজয়নগর এক প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ “হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় সাংবাদিক ঈসা মোহাম্মদের উপর হামলা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকায় শহীদ মিনার সংলগ্ন এ ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক মো. ঈসা মোহাম্মদ বলেন, চট্টগ্রাম বায়জিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকার চট্টগ্রাম বন উত্তর বিভাগ গং ও বেলায়েত হোসেন মুন্সী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধের তথ্য সংগ্রহকালে আমার সহযোদ্ধা দৈনিক দেশের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাকির হোসেন,সাপ্তাহিক অপরাধ ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. জিয়াউল হক, দৈনিক বাংলা টুডে পত্রিকার বার্তা সম্পাদক মো. মুফাসসিরুল হক,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি বিদ্যুৎ দেব, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হেলাল উদ্দিন এবং বায়জিদ বোস্তামী থানার দায়িত্বরত এস আই খোরশেদ আলমসহ উপস্থিত সকলের সামনে কিশোর গ্যাং সদস্যরা মধ্যযুগীয় বর্বর কায়দায় আমার উপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত আব্দুর রবের ছেলে মো.আনোয়ার হোসেন ছিল। কিশোর গ্যাং সদস্যরা আমার শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারে।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদের উপর হামলার ঘটনার দায়ী কিশোর গ্যাং লিডার আনোয়ার হোসেনসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন ও পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved