০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মহিন উদ্দিন (মহিন) এর উপর সন্রাসী হামলা

প্রতিনিধির নাম
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ত্যাগী নেতা মহিন উদ্দিন (মহিন) এর উপর ৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় চৌমুহনী শহরের কাঁচারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার স্হানীয় এমপি মামুনুর রশিদ কিরণের লালিত ৫০/ ৬০ জনের পেটুয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, লোহার রড, কিরিচ ,দা, ছেনী, ভয়ংকর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মার মার ডাক দিয়ে যুবলীগ নেতা মহিন উদ্দিন ( মহিন)সহ তার ৬/ ৭ জন অনুসারীকে কুপিয়ে ও পিটিয়ে হাঁড় ভাঙ্গা রক্তাক্ত জখম করে। অস্ত্রধারী সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে যুবলীগ নেতা মহিন উদ্দিন(মহিন) এর ডান পা ও ডান হাত কুপিয়ে হাড় ভেঙ্গে দেয়। সন্ত্রাসীরা হলঃ (১) শিহাব ( ২৬) ( ২) আরমান (২৪) ( ৩)নসীব ( ২৮) ( ৪) পিয়াস( ২৪) (৫) টিপু ( ২৫) (৬)আরাফাত ( ২২) (৭) রুবেল (২৭) ( ৮) বাবর( ২৫) ( ৯) স্বপন ( ২২) (১০) রকি ( ২৫) গুরুতর যুবলীগ নেতা মহিন চৌমুহনী শহরের পূর্ব বাজার হলি কেয়ার হসপিটালের ৬তলা ৬০৮ নং কেবিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আহত অন্যান্যরা বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে চিকিৎসাধীন। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা মামলার প্রস্তুতি চলছে ।
ট্যাগস :