ছাত্রলীগের ছাত্রসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগাদান চট্রগাম ছাত্রলীগ নেতাকর্মীদের

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে সমাবেত হোন।
এসময় দেখা যায় আসেফ বিন তাকি, মাহমুদ, আহসান, ফাহদ আনিসের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রসমাবেশে চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ, চট্রগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্রগ্রাম মহানগর থেকে প্রায় কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল নিয়ে তারা উপস্থিত হোন। এসময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বলে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে পৌছান।
চট্রগ্রাম থেকে আসা ছাত্রলীগ এর উচ্ছাসিত নেতা কর্মীরা জানান বাংলাদেশ ছাত্রলীগ এর স্মরণকালের সর্ববৃহৎ এই ছাত্র সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে তারা চট্রগ্রাম থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার ৩১ শে আগষ্ট তারা ঢাকাতে এসে অবস্থান করেন।
এসময় মিছিলের নেতৃত্ব দেওয়া চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আসেফ বিন তাকি “দৈনিক বাংলাদেশ সমাচার” কে বলেন আমরা চট্রগ্রামের সর্বস্থরের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ইনান ও চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাসির এর নির্দেশনায় ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীদের নিয়ে ঢাকা এই ছাত্রসমাবেশে উপস্থিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের আধিকার আদায়ে কাজ করে থাকে তার ফলে চট্রগামের ছাত্রসমাজ আজ উচ্ছাসিত ভাবে এই ছাত্রসমাবেশে যোগদান করেছে, এসময় তিনি আরও বলেন এই সমাবেশে আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা জানাতে চাই বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র ও আগ্নি সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করতে আমরা চট্রগ্রামের ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারন শিক্ষার্থীরা সর্বদা সচ্ছার আছি।