০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের হাত পুজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের হাত পুজা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী কাছ থেকে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর (গুদামপাড়া) গ্রামে শুক নদীর পাশে শসানঘাট এলাকায় অলৌকিক ভাবে একটি হাত (মানুষের হাতের মত দেখতে) মাটি ফেটে বের হয়। তখন থেকে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীর অনুসারীরা প্রতি বছর ডিসেম্বর/জানুয়ারি মাসের তিথিতে হাত পুজা করে আসছেন। পুজা উদযাপন কমিটির সভাপতি কল্যাণ অধিকারী বলেন, আমরা প্রতি বছর এই হাত পুজা (জগন্নাত দেব পুজা ) করে আসছি। উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীর অনুসারী সকল বয়সী নারী ও পুরুষ দেবতাকে তুষ্ট করতে প্রসাদ দিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে পুজা করেন। পুজারী চৈতেন্য বর্মনের উপস্তিতিতে পুরোহিত সুভাষিস ঝা পুরো পুজা পরিচালনা করেন।
ট্যাগস :