০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ডিম,পেঁয়াজ, আলু, চিনি,সয়াবিনসহ পাঁচ পণ্যের দাম কমালো  সরকার

মো. জাহিদুর রহমান

 

দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে  গত ছয় মাসের বাজার দর পর্যালোচনা  করে  ডিম, পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিনসহ পাঁচ পণ্যের দাম কমালো সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে চাহিদা পূরণে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করার ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে।

এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়। এমূল্য দু-এক দিনের মধ্যে কার্যকর হবে।

সাংবাদিকদের প্রশ্নের মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সব পণ্যের দাম বিক্রেতারা  না মানে তাহলে ব্যবস্থা নেব। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নেয়া হবে।  উল্লেখিত পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের টিম কাজ করবে।

এসময় সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ বাণিজ্যমন্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট : ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
৮৬ বার পড়া হয়েছে

ডিম,পেঁয়াজ, আলু, চিনি,সয়াবিনসহ পাঁচ পণ্যের দাম কমালো  সরকার

আপডেট : ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

 

দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে  গত ছয় মাসের বাজার দর পর্যালোচনা  করে  ডিম, পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিনসহ পাঁচ পণ্যের দাম কমালো সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে চাহিদা পূরণে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করার ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে।

এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়। এমূল্য দু-এক দিনের মধ্যে কার্যকর হবে।

সাংবাদিকদের প্রশ্নের মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সব পণ্যের দাম বিক্রেতারা  না মানে তাহলে ব্যবস্থা নেব। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নেয়া হবে।  উল্লেখিত পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের টিম কাজ করবে।

এসময় সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ বাণিজ্যমন্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।