তেলকুপি সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মাহবুব আলীকে (৩৫) আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত মাহবুব আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ৫৯ বিজিবি হাবিলদার ফিরোজ হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৮০/১ এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
বুধবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি আরো জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।