দাকোপের বানীশান্তা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

খুলনার দাকোপ উপজেলার ৯নং বানীশান্তা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ মে) দুপুরে বানীশান্তা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সচিব জনাব সমীর বাকচী এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বানীশান্তা ইউপি চেয়ারম্যান শ্রী সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট উপস্থাপন করা হয়। এ বছর ৩ কোটি ২৩ লাখ ৮৮৭ টাকা লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়। যা গত বছর ছিলো ২ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৪২১ টাকা। এ বছরের বাজেটে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা কৃষি খাত ও খাল খনন এবং রাস্তা মেরামতের কাজে বেশি নজর দেওয়ার তাগিদ দেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব গৌরপদ বাছাড়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জিব কুমার মন্ডল। এছাড়াও আরও বক্তব্য রাখেন বানীশান্তা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত শরিফ। ইউপি সদস্য জয়ন্ত মন্ডল, পাপিয়া মিস্ত্রি, মৃণাল কান্তি মন্ডল, হিল্লোল সরকার, জয় প্রকাশ মানিক, বিভাষ কান্তি পাইক, গৌতম মন্ডল, ফিরোজ আলী খাঁ, দিলীপ মন্ডল, শাহানাজ বেগম, ইউপি সদস্য, বীথিকা রায়। সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র রায়, দেব্রত মন্ডল, বরুন পাইক, জয়িন গাইন, শুসান্ত রায়, শিপন খলিফা, সুনিপ রপ্তান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এবং কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা । এ উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউপি চেয়ারম্যান শ্রী সুদেব কুমার রায় বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তার পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হলে আগে ইউনিয়ন কে স্মার্ট করতে হবে,তারপর উপজেলা, জেলা হয়ে বিভাগীয় শহর থেকে পুরো বাংলাদেশ স্মার্ট দেশে পরিনত হবে। এ সময় তিনি আরও বলেন একটি পরিবার চালাতে গেলে যেমন আয় ব্যয় হিসাব করে চলতে হয়, তেমনি একটি ইউনিয়ন পরিষদের আয়ের উপর নির্ভর করে অত্র ইউনিয়নের উন্নয়ন। তাই আমি আমার সামনে উপস্থিত এলাকার সুশীল সমাজের ভাইবোনদের বলি আপনারা নিজেদের ট্যাক্স দিবেন এবং অন্যদের ইউনিয়নের ধার্য কৃত ট্যাক্স পরিশোধ করতে উদ্ভুদ্ধ করবেন সেই আহবান জানাই। চেয়ারম্যান তার বক্তৃতায় সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় অত্র ইউনিয়ন কে একটি স্মার্ট ইউনিয়নে রুপান্তর করার অঙ্গিকার করেন।