১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
দুর্গাপুরে পৌরএলাকার গৃহহীনদের পূনর্বাসন করতে মেয়রের উদ্দ্যোগ

প্রতিনিধির নাম
মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করতে নতুন উদ্দ্যেগ হাতে নিয়েছেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন আলাল। বুধবার থেকে পৌর এলাকায় বসবাসকারী ভূমিহীনদের তালিকা নেয়া শুরু হয়েছে।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা প্রতিনিধি, মিডিয়াকর্মী ও অন্যান্য গুরুত্বপূর্ন দপ্তরের ব্যক্তিদের উপস্থিতিতে পৌরসভা এলাকায় বসবাসকারী ভূমিহীন ও গৃহহীনদের চিহ্নিত করে গৃহনির্মানের কার্যক্রমের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অন্যান্য কাগজপত্রাদি সংগ্রহ করা হচ্ছে।
মেয়র আলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র্রুতি মুজিববর্ষ উপলক্ষে কেউ ভূমিহীন থাকবেনা, এ বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দুর্গাপুর পৌরসভা এলাকায় বসবাসরত ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোজার ঠাঁই করে দিতে সঠিক তালিকা তৈরীর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পৌরএলাকায় যদি কোন সঠিক ভূমিহীন বা গৃহহীন বাছাই পর্বে বাদ পরে থাকে, পুনরায় স্বল্প সময়ের মধ্যে তাকেও অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মেয়র আলা উদ্দিন।
ট্যাগস :