০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
দেওয়ানগঞ্জে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে এ ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ১০টি টিম গঠন করা হয়। এ টিমের সদস্যদের ফসল উৎপাদন বৃদ্ধ কারণে সহায়তা করা হয়। যেহেতু ভুট্টা চাষ এ অঞ্চলে অধিকহারে বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধিকরনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে আজ কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসান রাজু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুর রহমানসহ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
ট্যাগস :