দেশের মানুষকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

দলের মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সারাদেশে আ’লীগ যখন রাজনৈতিকভাবে শক্তিশালী ঠিক সেই সময় বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এবং আ’লীগের মেধাবী রাজনীতিকদের বেছে বেছে হত্যা করেছে। তেমনি ভাবে সারাদেশের ন্যায় খুলনার রাজনীতিতে আ’লীগের সাংগঠনিক অবস্থান ছিল শক্তিশালী। সেকারনেই বিএনপি-জামায়াত আ’লীগের রাজনৈতিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে হত্যাকান্ড শুরু করে। তাদের প্রতিহিংসার শিকার হন মঞ্জুরুল ইমাম, সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মঞ্জুর মোর্শেদ লাবু, কামরুল ইসলাম কুটু, সাংবাদিক হারুনুর রশীদ খোকন, মানিক চন্দ্র সাহার মতো সাহসী ও মেধাবী বুদ্ধিজীবী এবং নেতৃবৃন্দকে।
তিনি আরো বলেন, লাবু সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে বিএনপি-জামায়াতের ভীত নড়ে যায়। ওরা রাজনৈতিক ভাবে পরাজিত হতে থাকে। সে কারনেই বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চরমপন্থী সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা করে লাবুকে নির্মমভাবে হত্যা করে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবুর ১৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর আ’লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, খালিশপুর থানা সভাপতি এ কে এম সানাউলাহ নান্নু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া। নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক আলমগীর কবির, এড. অলোকা নন্দা দাস, মোঃ মফিদুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ শেখ, এস এম আকিল উদ্দিন, মোঃ মোতালেব হোসেন, মীর বরকত আলী, মোঃ সফিকুর রহমান পলাশ, মোঃ আমির হোসেন, এাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, মোঃ জাহিদুল হক, সরদার আব্দুল হালিম, মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল আমিন, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, মীর মোঃ লিটন, এড. শামীম আহমেদ পলাশ, আলী আকবর মাতুব্বর, মোঃ মোক্তার হোসেন, হাবিবুর রহমান দুলাল, তোতা মিয়া ব্যাপারী, মোঃ আব্দুল কাদের, কবির পাঠান, আলমগীর মলিক, আফরোজা জেসমিন বিথী, সাবিহা ইসলাম আঙ্গুরা, মেহজাবিন খান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোঃ শহীদুল হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে লাবু’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহিম।
এর আগে সকাল ৯টায় মহানগর আ’লীগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ, ১৯নং ওয়ার্ড আ’লীগ, ১৯নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ শেখপাড়া বিদ্যুৎ স্কুলের সামনে অকুস্থলে লাবুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় শেখেরগা জামে মসজিদে শহিদ মঞ্জুর মোর্শেদ লাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, এড. খন্দকার মুজিবুর রহমান, মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, নুর মোহাম্মদ শেখ, সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, যুব লীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, শরীফ এনামুল কবির, মোঃ আমির হোসেন, চ ম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, নুর ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ মোতালেব হোসেন, টি এম আরিফ, মোঃ মোক্তার হোসেন, মোঃ রুহুল আমিন, মামুন চৌধুরী, সোহেল চৌধুরী, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, মেহজাবিন খান, মোঃ আলমগীর মলিক, মোঃ শহীদুল হাসান, হাসান শেখ প্রমুখ।