দেশ ও সমাজ গঠনে যুব-সমাজকে এগিয়ে আসতে হবে- ক্যানোয়ান চাক্

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি’ বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি ২২) সকাল ১০.০০টায় নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে করিম ইকবালের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহান শাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুয়ান চাক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা,যুব উন্নয়ন অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি শাখার পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিনিধি,উপজেলা যুব মহিলালীগ সভাপতি ও সাংবাদিক সানজিদা আকতার রুনা ও যুব উন্নয়ন অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি শাখার পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিনিধি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যানুয়ান চাক্ বলেন,সমাজ ও দেশ গঠনে যুব সমাজের বিকল্প কোন সমাজ নেই। মহান মুক্তিযুদ্ধে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবারাই মুখ্য ভুমিকা পালন করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুবারা তাদের তারুণ্যের পতাকা উড়িয়ে আমাদের স্বাধীনতা এনেছিল। আজ সেই যুবাদের নেতৃত্ব সমাজ ও অর্থনীতি গঠিত হবে। অপরদিকে যুব-সমাজকে মাদক ,ইভটিজিং ও অন্যান্য খারাপ কাজ থেকে দুরে থাকতে হবে এই উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি শাখার পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিনিধি সানজিদা আকতার রুনা বলেন, মাদকাসক্ত, সন্ত্রাস ও জঙ্গীবাদের মূল কারণ হল বেকারত্ব। তাই যুব-সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করতে পারলে যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্য বিশেষ অতিথিবৃন্দও যুব সমাজের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। যুব সমাজকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার সমাপনী বক্তব্য ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।