রফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
- বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি, ২০২২ /

গত ২৩ ফেব্রুয়ারি বুধবার দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা লাল বালু যেন মরণ ফাঁদ অবৈধ ব্যবসায়ীদের দখলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক শিরোনামে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ময়মনসিংহ সদর-এর নেতৃত্বে হাইওয়েতে বালু রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। নিউজটি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেয়া হওয়ায় পথচারী ও সাধারণ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অভিযান পরিচালনা ছাড়াও জেলা প্রশাসক তার অফিসিয়াল পেইজ এ সংশ্লিষ্ট সকলকে সতর্কীকরণ ও জনগনকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়।
Related