০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ধামইরহাটে ট্রাকের ধাক্কায় আহত এক

প্রতিনিধির নাম
নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মো. এনামুল ইসলাম (৫০) নামের এক যুবক গুরত্বর ভাবে আহত হয়েছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার আমাইতাড়া বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা গেছে, সদ্য বিদেশ ফেরত এনামুল ইসলাম ঘটনার দিন সকালে চাষাবাদের জন্য তার ব্যবহৃত পাওয়ার ট্রলি মেরামতের উদ্দেশ্যে ধামইরহাট বাজারে আসছিল। পথে ওই স্থানে পৌছলে একই দিক থেকে আসা সার বোঝাই একটি ঘাতক ট্রাক তার পাওয়ার ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে মুচকে যায় এবং এনামুল ইসলাম এর ডান পা থিতলে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সার বোঝাই ট্রাক ও চালককে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :