নতুন অর্থ সচিব হলেন মো. খায়েরুজ্জামান মজুমদার

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
একাদশ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে অর্থ সচিব নিয়োগ দিয়ে বুধবার (২৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন। গত ২৮ জুন ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন। তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি। শিগগিরই তাঁর নতুন পদে যোগ দেওয়ার কথা রয়েছে।
অর্থ সচিব হিসেবে খায়েরুজ্জামান মজুমদারের নিয়োগ ২৮ অগাস্ট থেকে কার্যকর হবে।
ডক্টর মজুমদার একজন দক্ষ পেশাদার, যার ৩০ বছরের কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, কাস্টমস, বাণিজ্য সুবিধা ইস্যু, আন্তর্জাতিক উন্নয়ন, ডব্লিউটিও সমস্যা এবং আন্তর্জাতিক বাণিজ্য।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদানের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (ম্যাক্রো ইকোনমিক) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৩ সালের এপ্রিল মাসে ১১ তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) যোগদান করেন এবং পরে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডে বিসিএস (শুল্ক ও আবগারি) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মজুমদার যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি করেছেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রিও অর্জন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
তিনি ফরাসি ভাষায় উন্নত সার্টিফিকেটও পেয়েছেন। তার দীর্ঘ পেশাগত কর্মজীবনে, তিনি আর্থিক বিষয়, অর্থ, বাণিজ্য এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি কভার করে দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ড. মজুমদারের বেশ কিছু আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। তিনি সুখী বিবাহিত, এবং দুই কন্যার গর্বিত পিতা।