নবাবগঞ্জে উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম ফল প্রসূভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশের সর্বস্তরের জনগনকে টেকসই পেনশন কাঠামোর অন্তর্ভূক্তির লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম ফল প্রসূভাবে বাস্তবায়নে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন, সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, রাশেদুল কবির রাজু সহ অনেক উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী অফিসার বলেন, এ উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে ৯ টি ইউনিয়ন চেয়ারম্যানদের নিদের্শ প্রদান করা হবে। যারা সরকারী অনুদান পান তারা যেন এই পেনশন স্কিমে অন্তভুক্ত না হয় । যারা সরকারী অনুদান পান না তারাই এই পেনশন স্কিমের আবেদন করতে পারবেন। তিনি সকল ইউনিয়ন চেয়ারম্যান,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধাসহ সকলকে এগিয়ে আশার আহবান জানান।