নবাবগঞ্জে দিনব্যাপি ব্লাড গ্রুপিং পরীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপি ব্লাড গ্রুপিং পরীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপ এর আয়োজনে চাইন্ড কেয়ার রেসিডেমিয়াল মডেল স্কুলের সহযোগিতায় দেয়াতপুর উচ্চবিদ্যালয়ের মাঠে দাউদপুর ডিগ্রী কলেজ এর প্রভাষক আবুল বাশার( সবুজ) এর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং পরীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ৭ নং দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব।
অন্যান্যদের মধ্য দাউদপুর টেকনিক্যাল কলেজের ইংরেজি প্রভাষক মানিক মিয়া,হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সহ-সভাপতি আবু তাহের ইমন,সদস্য সচিব ওমর আলী,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মো: ইসমাইল হোসেন,মো: সাকিল আহমেদ, মো: রিফাত, মো: জাকারিয়া, মো: সাব্বির, মো রাকিব মো: রাব্বি মো: জাকিরুল,মো: আলামিন,মো: বাবু মো: ওমর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।