০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
নরসিংদীতে উদ্যোক্তাদের মেলা

মোকারম হোসেন, বিশেষ প্রতিবেদক
নরসিংদীর বঙ্গবন্ধু পৌর শিশু পার্কে গত ৯ সেপ্টেম্বর শনিবার “উদ্যোক্তাদের পন্য প্রদর্শনী হাট” নামে উদ্যোক্তাদের মেলা আয়োজিত হয়৷ শনিবার সাপ্তাহিক হাট হিসেবে মেলাটি আয়োজন করে ফেসবুক গ্রুপ “নরসিংদী জেলা উদ্যোক্তা মেলা”। মেলাটিতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পন্য সমূহ নিয়ে স্টল সহ উপস্থিত হোন। যার বেশিরভাগ ই ছিলেন নারী উদ্যোক্তা, অধিকাংশ ব্যাবসায়ীরা অনলাইন ভিত্তিক ব্যাবসা পরিচালনা করে। মেলার ফলে ক্রেতা ও উদ্যোক্তাদের এক মিলন মেলা ঘটে৷
মেলায় প্রায় ৫০ জনের অধিক উদ্যোক্তা তাদের স্টল দেন। নরসিংদী জেলা উদ্যোক্তা মেলা ফেসবুক গ্রুপটিতে প্রায় ১১ হাজার মেম্বার রয়েছে, মেলাকে কেন্দ্র যাদের সকলের মাঝেই উদ্দীপনা দেখা গিয়েছে। উদ্যোক্তাদের সুযোগ দিতে এবং ভালো মানের পন্য দিয়ে সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্যই এ আয়োজন। আয়োজনটি নিয়মিত ভাবে প্রতি শনিবার করার কথা রয়েছে৷ “শনিবার সাপ্তাহিক হাট” নামেও মেলাটি পরিচিত।
মেলায় স্টল গুলোতে পাটজাত পণ্য, ব্লক, বাটিক, পুথি এবং কাঠের তৈরী কারুপণ্য, খাদ্যপণ্য, গাছের চারা ও থ্রি পিসসহ প্রায় শতাধিত পণ্যের সমাহার ছিলো। নান্দনিক এসব পণ্য তুলনামূলক কম মূল্যে পেয়ে খুশি ক্রেতা এবং দর্শনার্থীরা।মেলা দেখতে ও কেনাকাটা করতে শত শত নারী-পুরুষ ও শিশুরা আসেন।
ট্যাগস :