০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
নাটোরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
নাটোর জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন জানান, বিগত জানুয়ারি মাসে জেলায় ভ্রাম্যমান আদালতের ১০২টি অভিযান পরিচালনা করে ৩০৭টি মামলার বিপরীতে ৬৩জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয়
এবং তিন লাখ ৭২ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সময়ে ২১৭টি
চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে এক কোটি ২৬ লক্ষ ৮৪ হাজার টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিবাহ ও ধর্ষণ রোধে ১২টি উঠান বৈঠক আয়োজন করা হয় এবং পাঁচটি বাল্যবিবাহ রোধ করা হয়।
সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আগামী ২০ ফেব্রæয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন, ২৭ফেব্রুয়ারিবাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা এবংশহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল আয়োজনে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক মো.শামীম অহমেদ বলেন, সভায় উপস্থিত সকল পর্যবেক্ষণসমূহের উপর যথাযথ গুরুত্ব
আরোপ করে সমন্বিত প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলমগীর হোসেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাইল করিম প্রমুখ।
ট্যাগস :