নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর চুড়ান্ত

৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গির আলম কর্তৃক কমিশনের ২৩ তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী নাটোর-৪ শূণ্য আসনের তফসিল ঘোষণা করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, প্রার্থী বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপীল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপীল নিষ্পত্তি ঘোষনা ২৩ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ঘোষনা করা হবে ২৫ সেপ্টেম্বর এবং উক্ত শূণ্য আসনের নির্বাচন ১১ অক্টোবর বুধবার ২০২৩ অনুষ্ঠিত হবে। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আরও জানানো হয়ে যে, গত ১ জানুয়ারী ২০২৩ এর আগে যারা ভোটার হওয়ার যোগ্য ছিলেন কিন্তু ভোটার হতে পারেননি তারা আগামী ১৪ সেপ্টেম্বর এর মধ্যে ভোটার হতে পারবেন। এবং আগামী ডিসেম্বর-জানুয়ারী মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন।