০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
নীলফামারীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার আলোচনা সভা ও মাস্ক বিতরন

প্রতিনিধির নাম
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে
নীলফামারীতে দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং শহর সমাজসেবার সহযোগীতায় আলোচনা সভা ও মাস্ক বিতরন করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টা হতে দুপর ২ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে স্থানীয় সেচ্ছাসেবী উন্নয়নমুখী সংস্থা দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরন করা হয়েছে। নীলফামারী শিশু পরিবারের শিশুদের ও কালিতলা মোড় সহ জেলার বিভিন্ন স্থানে ফ্রীতে মাস্ক বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজসেবার উপ-পরিচালক
মো: এনামুল হক প্রামানিক, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন,
শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো: মাজাহারুল ইসলাম, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন, সাংগঠনিক সম্পাদক বৈশাখী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার রায়, ইমরান খান সহ সংস্থার ও সমাজসেবার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা সমাজসেবার উপ-পরিচালক মো: এনামুল হক প্রামানিক বক্তব্যে বলেন, লোকসমাগম এড়িয়ে চলতে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সতর্কতা অনুযায়ী চলতে হবে। সরকারী বিধি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন। শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন বলেন, মহামারী করোনা ভাইরাস (কোভিট ১৯) সংক্রমণের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। ইতিমধ্যে মধ্যে ওমিক্রন নামক ভাইরাসের দেখা দিয়েছে এই ভাইরাস বিস্তার রোধে দিক নির্দেশনায় মেনে চলতে হবে। দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন বলেন, মাস্ক পরিধান করুন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও বিধিনিষেধ দেশের সকল নাগরিকের জন্য পালন করা অবশ্যই কর্তব্য।
ট্যাগস :