০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা বরাদ্দ হতে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০জানুয়ারি সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩, কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য-অসীম কুমার উকিল।
কেন্দুয়া স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সহ অন্য বিদ্যালয় এর বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলে দিয়ে এক বক্তব্যে এমপি অসীম কুমার উকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পর্ন্ন প্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সকল ধরণের সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন।
তাই আসুন সবাই মিলে প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াই। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীগণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ট্যাগস :