০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

নেত্রকোনা সীমান্ত থেকে চোরাচালানকৃত ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি কিশোরগঞ্জে জব্দ; আটক-৩

আল-আমিন,নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার সীমান্ত থেকে চোরাচালানকৃত ১৪ হাজার ৮৫০ কেজি ( প্রায় ১৫ টন) অবৈধ ভারতীয় চিনি নিয়ে যাওয়ার পথে পাশ্ববর্তী জেলা কিশোরগঞ্জে আটক করেছে র‌্যাব-১৪ (সিপিসি-২। চোরাচালানে জড়িত ট্রাক চালকসহ তিনজন চোরাচালানীকে আটক, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্রাক সহ নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলো- তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান (৪৮), সদর উপজেলার ঝালুপাড়া গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ট্রাক চালক মো. আশরাফ (৫৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬:১৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ টু তাড়াইলগামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে র‍্যাব-১৪। এসময় তাড়াইল থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আগত একটি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময় তল্লাশী করে ট্রাকে চিনি পায় র‌্যাব সদস্যরা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৪ হাজার ৮৫০ কেজি চিনি জব্দ করা হয়।

 

র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেত্রকোনার সীমান্তা এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে। চোরাই পথে আনা ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগস :
আপডেট : ০৬:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা সীমান্ত থেকে চোরাচালানকৃত ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি কিশোরগঞ্জে জব্দ; আটক-৩

আপডেট : ০৬:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

 

নেত্রকোনার সীমান্ত থেকে চোরাচালানকৃত ১৪ হাজার ৮৫০ কেজি ( প্রায় ১৫ টন) অবৈধ ভারতীয় চিনি নিয়ে যাওয়ার পথে পাশ্ববর্তী জেলা কিশোরগঞ্জে আটক করেছে র‌্যাব-১৪ (সিপিসি-২। চোরাচালানে জড়িত ট্রাক চালকসহ তিনজন চোরাচালানীকে আটক, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্রাক সহ নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলো- তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান (৪৮), সদর উপজেলার ঝালুপাড়া গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ট্রাক চালক মো. আশরাফ (৫৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬:১৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ টু তাড়াইলগামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে র‍্যাব-১৪। এসময় তাড়াইল থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আগত একটি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময় তল্লাশী করে ট্রাকে চিনি পায় র‌্যাব সদস্যরা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৪ হাজার ৮৫০ কেজি চিনি জব্দ করা হয়।

 

র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেত্রকোনার সীমান্তা এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে। চোরাই পথে আনা ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।