নোয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ পালিত

টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’-এ প্রতিপাদ্যে নিয়ে সারাদেশের মত নোয়াখালীতে গত ১লা জুন জেলা প্রাণিসম্পদঅধিদপ্তরের আয়োজনে পালিত হলো জাতীয় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদঅধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম ও সিভিল সার্জন মাসুম ইফতেখার সহ বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি,সাংবাদিক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
শুভ উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি প্রদর্শিত হয়, র্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজি রফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করেন। শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগী মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।