সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন
গতকাল নৌ পুলিশ হেডকোয়াটার্স,ঢাকায় নৌ পুলিশের নায়েক /কনস্টবলদের “দক্ষতা উন্নয়ন”প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম উপস্থিত ছিলেন।
সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” নৌ পুলিশ একটি বিশেষায়িত ইউনিট । নৌপথে বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করে নৌ পুলিশ কাজ করছে। এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন নৌ পুলিশের প্রতিটি সদস্যদেরকে তাদের কর্ম ক্ষেত্রে আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবে।“
তিনি বলেন,” নৌ পুলিশের কাজ অন্যান্য সকল ইউনিট হতে ভিন্ন হওয়ায় নৌ পথে অভিযান করার সময় কিছু বিষয়ে আলাদাভাবে খেয়াল রাখতে হবে। যেমন- নদীতে বুট পরিধান করা যাবে না। অস্ত্রের যথাযথভাবে রক্ষনাবেক্ষনের জন্য ইজ্জতের রশি ব্যবহার করতে হবে। নিজের জীবন রক্ষা এবং সরকারি মালামাল সংরক্ষণে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।“
তিনি সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন হতে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।