পটুয়াখালীতে দফাদারের বিরুদ্ধে ভিজিডির কার্ড ও সরকারি চাল আত্মসৎ করার অভিযোগ

দুমকি ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদ এর দফাদার ফোরকান ভিজিডির কার্ডের এবং সরকারি চাল ৩০কেজি বস্তার ৭২ বস্তা চাউল আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, ভিজিএফ মাতৃকালীন ও জেলে কার্ডের চাল নিয়ে ও দুর্নীতি করেছেন, এ নিয়ে না পাওয়া দুস্থ ও হত দরিদ্র পরিবার গুলো কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন।মেম্বার ইউনুস ফরাজি সহ বেশ কিছু হত দরিদ্র পরিবার গণমাধ্যমে বলেন, দফাদার সচ্ছল নিজ আত্মীয় স্বজনদের মাঝে টাকার বিনিময়ে চাল বিতরণ করেন।
ভুক্তভোগী কার্ডধারী, ৪ নং ওয়ার্ডের খাদিজা ১৩০ নং তানজিলা, ২ নং ওয়ার্ড মাকসুদা ও সিমু আক্তার, সাথী এবং খুশি ১৯৬ নং কার্ড সুমি আক্তার সহ মেম্বার ইউনুস ফরাজি বলেন, ২০২৩/২৪, চক্রে ভিজিডি কার্ডের ও অনন্যা ভাতাদি চাল ছাড়িয়ে পরিষদের গোডাউনে এনে বিতারণের খবর দিলে পরিষদে যাই কিন্তু কিছুক্ষণ পরে বলে গোডাউন খালি চাল নেই! দফাদার ফোরকান এই বলে পাঠিয়ে দেয় আবার আসলে দেওয়া হবে। আপনারা চলে যান।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে দফাদার ফোরকান বলেন, আমাকে বিতরণ করিয়ে সকল ইউপি সদস্যরা ফাঁসানো চেষ্টা করছে তাই বাধ্য হয়ে চাল না পাওয়া সদস্যরা ও ইউনুস ফরাজি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
এই বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে জানতে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায়নি।