০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
পদ্মার বুকে চর

প্রতিনিধির নাম
পদ্মারে তোর একি দশা আজ বুক ভরা বালুচর
কোথাও নেই কোনো জলের ধারা তোর বুকের ‘পর।
ছয় মাস ধরে ধূধূ বালুচর জেগে আছে দুই পাড়ে
মাঝে মাঝে জল স্থির, নিশ্চল চর তার চারিধারে।
এই কি ছিল ভাগ্যেরে তোর অতীতে কোনো কালে
সর্বনাশা পদ্মা নামেই যে তুই পরিচিত বেশি ছিলে।
তোর বুক জুড়ে ভেসে বেড়াত মহাজনি কত নাও
তোর বুকে পাড়ি দিতে আগে মাঝিরা দেখত বাও।
প্রমত্তা পদ্মা গঙ্গার ধারা তুই উজানে গঙ্গা নদী
বাংলায় এসে পদ্মা নামেই বহিতেছিলে নিরবধি।
যেদিন তোমার উজানে কষিয়া বাধিল কঠিন বাঁধ
ফারাক্কার বাঁধে জল নিল কেড়ে আঁটিল মরণ ফাঁদ।
সেদিন থেকে অসহায় তুমি অসহায় হল এ জনপদ
সুজলা সুফলা বাংলায় এলো মরুকরণের বড় বিপদ ।
আবার কি তুই ফিরে পাবি তোর অতীতের মহাবল
গ্রীস্ম,বর্ষা, শীত ঋতুতেও তোর জল করিবে ছলাৎছল।
ট্যাগস :