পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নে ভ্রাম্যমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

পাটগ্রামের ৪ নং কুচলিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হকের সৌজন্যে ভ্রাম্যমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪ নং কুচলীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হকের সৌজন্যে কোভিড-১৯ মোকাবেলায় ২২,২৩,২৪ তারিখ ভ্রাম্যমান গাড়িতে প্রথম ডোস টিকাদান কর্মসূচির আওতায় আজ পানবাড়ি ১ নং ওয়ার্ড নতুনহাট বাজারে টিকা কার্যক্রম শুরু হয়।
চলমান টিকা কার্যক্রমে উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ড এর মেম্বার রুস্তম আলী,এফডব্লিউএ নুরজাহান বেগম,স্বাস্থ্য সহকারী সেলিনা খাতুন,এফপিআই রোমান শাহরিয়ার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান হামিদুল হক জানান,১২ বছরের উর্ধ্বে কুচলীবাড়ি ইউনিয়নের কেউ যেন কোভিড-১৯ মোকাবেলায় টিকা থেকে বাদ না যায় সেটি ভেবেই এ ধরনের ভ্রাম্যমাণ কার্যক্রম ৩ দিন ধরে চলমান থাকবে। আমি আমার ইউনিয়নকে টিকা কার্যক্রমের শতভাগ সফল হবো বলে আশাবাদী।
১ নং ওয়ার্ডের মেম্বার রুস্তম আলী জানান,আমার ওয়ার্ড সহ আশেপাশের ওয়ার্ডকে টিকার আওতায় আনার জন্য মানুষকে বুঝিয়ে টিকা নিতে আসতে অনুরোধ করেছি।আশাবাদী সফল হবো।
উল্লেখ্য যে, সরকার প্রধম ডোস টিকাদান কর্মসূচির শেষ ধাপ হিসেবে এ উদ্যোগ গ্রহন করেছে।