১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
পৃথক অভিযানে রামগঞ্জে পলাতক আসামিসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
অপরাধ নির্মূলের লক্ষে রামগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলা, মাদকসেবী এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৪জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশের সূত্রমতে, শুক্রবার ২১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান, পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাহিদ হোসেন রায়হান, এএসআই উত্তম কুমার বড়ুয়া, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনন্দীপুর গ্রামের আলী আকবরের ছেলে মোঃ মাসুদ আলম এবং সিআর ৩৬৭/১৭ মামলার ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঙ্গারপাড়ার শাহ আলমের ছেলে ওমর ফারুক’কে গ্রেফতার করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার ২০ জানুয়ারি এক অভিযানে
এএসআই উত্তম কুমার বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে সিআর ৩১৯/১৮ মামলার ০৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার পশ্চিম করপাড়ার মৃত আবদুল আউয়ালের ছেলে দুলাল হোসেনকে গ্রেফতার করে। তাছাড়াও এএসআই ছায়েদ উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন রণপাহারা ডিউটি কালীন দলটার সফিকুল ইসলামের ছেলে মাদকসেবী ফয়সাল আমিনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়।
উপরোক্ত আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ও বিভিন্ন অপরাধ নির্মূলে রামগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। থানা এলাকায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :