১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ফটিকছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ

প্রতিনিধির নাম
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপেজলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফটিকছড়ি পৌরসভা, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগি সংগঠন, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠন গুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার সকালে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতিক মিলনায়তনে মাষ্টার নাসির উদ্দীনের সঞ্চালনায় আলোচনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল হোসেন ও ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী প্রমূখ ।
ট্যাগস :