০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনয়ন ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

রফিকুল ইসলাম ডিভিশনাল চীফ ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় সড়কে শৃঙ্খলা আনয়নে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ ভংগের দায়ে ৩টি এবং সরকার নির্ধারিত দামের বেশি দাম রাখায় ১টি মামলাসহ মোট ৪ মামলায় ৬৫০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।
অপর আরেকটি মামলায় এসিল্যান্ড অমিত রায় কল্লোল সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৫০০/- টাকা জরিমানা করেন। ফুলপুরের বিজ্ঞ মহল ও সাধারণ মানুষ বলেন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালে পাবো ইনশাল্লাহ এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা উপজেলা প্রশাসনকে অভিনন্দন ও সাধুবাদ জানাই।
ট্যাগস :