০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বগুড়ায় পিকনিকের অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা,আহত-২

প্রতিনিধির নাম
বগুড়া শহরের নিশিন্দারায় তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে আরোও দুই যুবক। শনিবার রাত ১১টার দিকে নিশিন্দারা পুর্ব খাঁপাড়া এলাকায় একটি পিকনিকের অনুষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কুইন নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। কুইনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জানা গেছে, মহল্লার একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১০/১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা কুইনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও  রহিম (২৮) নামের দুই যুবক গুরুতর আহত হন।
পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন ভন্ডুল হয়ে যায় এবং সবাই দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসীন্দা জানান, ইউক‍্যালেকটাস বাগানটিকে স্থানীয়ভাবে মনপুরা বলা হয়। আধিপত্য বিস্তার ও মাদকের কেনা বেচা কেন্দ্র করে প্রায় এখানে হট্রগোল লেগেই থাকে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, তুহিনকে হাসপাতালে আনার পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত দু’জনের অবস্থাও আশংকাজনক।
বগুড়ার উপশহর পুলিশ  ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, এ হত‍্যাকান্ডের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, এক বছর আগেও কুইনের উপর হামলা হয়েছিল।ধারণা করা হচ্ছে ওই বিরোধ ধরেই কুইন কে হত‍্যা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,হত‍্যাকান্ডে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের অভিযান শুরু হয়েছে এবং খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।
ট্যাগস :
আপডেট : ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
১১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় পিকনিকের অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা,আহত-২

আপডেট : ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
বগুড়া শহরের নিশিন্দারায় তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে আরোও দুই যুবক। শনিবার রাত ১১টার দিকে নিশিন্দারা পুর্ব খাঁপাড়া এলাকায় একটি পিকনিকের অনুষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কুইন নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। কুইনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জানা গেছে, মহল্লার একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১০/১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা কুইনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও  রহিম (২৮) নামের দুই যুবক গুরুতর আহত হন।
পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন ভন্ডুল হয়ে যায় এবং সবাই দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসীন্দা জানান, ইউক‍্যালেকটাস বাগানটিকে স্থানীয়ভাবে মনপুরা বলা হয়। আধিপত্য বিস্তার ও মাদকের কেনা বেচা কেন্দ্র করে প্রায় এখানে হট্রগোল লেগেই থাকে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, তুহিনকে হাসপাতালে আনার পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত দু’জনের অবস্থাও আশংকাজনক।
বগুড়ার উপশহর পুলিশ  ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, এ হত‍্যাকান্ডের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, এক বছর আগেও কুইনের উপর হামলা হয়েছিল।ধারণা করা হচ্ছে ওই বিরোধ ধরেই কুইন কে হত‍্যা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,হত‍্যাকান্ডে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের অভিযান শুরু হয়েছে এবং খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।