০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
বগুড়া শেরপুরে ফেন্সিডিল সহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
বগুড়ার শেরপুর উপজেলায় ফেন্সিডিল বিক্রয়ের সময় তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার আড়ংশাইল গ্রামের দুদু মিয়ার ছেলে রায়হান বাদশা (৩১), ধুনট চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের শামছুল আলমের ছেলে তৌহিদুল ইসলাম তান্নি (৩৬), ছোনকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনিরুল ইসলাম হাজিম (২৯)। মামলা সুত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আন্দারপাড়া হোসেন আলীর মুদি দোকানে সামনে মাদক বিক্রয় করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা এস আই শাহাদত হোসেন জানান, মাদক বিক্রয়ের সময় তাদের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এবং মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।
ট্যাগস :