বদরখালী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কক্সবাজারের চকরিয়া বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহি অফিসার জেপি দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ জাফর আলম।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে হোছাইন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওসমান গনি, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ উদ্দিন, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, সম্পাদক নুরুল আমিন জনি, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, স্টেডিয়াম কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক নুরে হাসান আজাদ , বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি বেলাল উদ্দিন,সাবেক ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন কিশোর, ছাত্রলীগ নেতা আতিক উদ্দিন চৌধুরী, মোঃ আরিফ উল্লাহ প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন দুই সেরা শক্তিশালী দল বাঁশকাটা একাদশ বনাম হেলাল একাদশ চট্টগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম বলেন, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠ কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী মাঠ। বিগত ৫ বছর যাবৎ বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে কোন ধরনের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়নি। এবছর চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।